বিবেকের দংশন

বিবেকের দংশন
ইমদাদ উল্লাহ ফিরদাউস

তোমায় বলছি হে!
আর কত রক্ত ঝরলে ফের ভাঙবে তোমার ঘুম?
আর কত অশ্রু গড়ালে তবে ফিরবে তোমার হুঁশ?
লাশের স্তুপ কতটা উঁচু হলে কাটবে তোমার ঘোর ?
রক্ত-নদী কতটা দীর্ঘ হলে খুলবে তোমার চোখ?
আর কতবার ধর্ষিতা হলে তোমার বোন তবে,
উঠবে তুমি জ্বলে, ফেটে পড়বে ক্রোধে?
তোমার মাকে আর কতটা লাঞ্ছিত হতে দেখলে
বাঁচাতে আসবে তুমি? কবে বাঁধবে তোমার আত্মমর্যাদাবোধে? ওহে! —
আর সে কোন্ মর্মান্তিক দৃশ্য দেখার আছে বাকি,
যা প্রত্যক্ষ করলে ভিজবে তোমার দু’খানি আঁখি?
বলো হে, মুসলিম যদি হও তবে,
——সর্বোপরি মনুষ্য যদি দাবি করো নিজেরে।
বলো। আমি জবাব খুঁজে ফিরছি তোমার কাছ থেকে।

আরো পড়ুনঃ  কবি শেখ মোঃ মাহবুবুর রহমানের সেরা ২টি কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *