বিষাদ
মোহাম্মাদ নাসিম হাওলাদার
এত কেন মন খারাপ হয় আমার,
তোমাকে না দেখতে পেয়ে,
তোমার অনুপস্থিতিতে,
মস্তিষ্কে ভয়াবহ চিন্তা ভীর করে,
পৃথিবীর বুকে থাকা,
অগোছালো চিন্তা,
তুমি বিহীন পৃথিবীর সমস্ত ভালবাসা,
তুচ্ছ মনে হয়,
দিন হয়ে যায় খাটো,
রাত হয়ে যায় গভীর,
ঘুমাতে ঘুমাতে মধ্য দুপুর,
কোলাহল মনে হয় বিরক্ত কর,
নীরবতা কেবল মাত্র দুরাশা,
তুমি বিহীন জীবন রেল গাড়ির,
লাইনের মত প্রশস্ত হলেও তো পারতো,
সুন্দর হতে পারতো বাগিচায় থাকা ফুটন্ত ফুলের ন্যয় ,
চোখের নিচের কালো দাগ,
আসামির কাঠগড়ায় দাঁড় করায় আমায়,
বিরহে কাতর হয়ে আকাশের দিকে,
পিপাসা নিবারণ এর জন্য তাকাই,
আকাশ চিঠি পাঠায়,
আমার বুকে গ্রীষ্মের খড়া,
বর্ষা অবস্থান করছে নদীর বুকে,