বিহগ যেওনা দূরে কলমে আমিনুল ইসলাম

বিহগ যেওনা দূরে
আমিনুল ইসলাম

এই যে পাখি তোমায় বলছি
কোথায় যাচ্ছো উড়ে,
ঐ যে দেখ? লাল,নীল বাতি
যাচ্ছি শহরে।

শোনো পাখি ঐ শহরে
যেওনা তুমি উড়ে!
গ্রামের মতো পাবে না স্বাধীনতা
কারেন্ট ধরে যাবে মরে।

গ্রামে তুমি যেখানে সেখানে
ঘুরে বেড়াতে পারো,
শহর তোমার বিপজ্জনক
নিজে নিজেকেই মারো।

নাই যে তেমন গাছপালা ও
শুধুই আছে তার,
সেই তারেতে বসলে তুমি
নাহি পাবে বাঁচিবার।

খড় কুটা পাবে কি?
তোমার বাসা বাঁধতে,
দূর্ঘটনা ঘটলে তোমার
জনম যাবে কাঁদতে।

তাইতো তোমায় বলছি আমি
থাকো গ্রামের বাড়ি,
একি সাথে সবে মিলেমিশে
হবে না-কো কোনো আড়ি।

এখানে পাবে তোমার মতো
নিজের স্বাধীনতা,
গায়তে পারবে মধুর সুরে
গানের সরলতা।

যেওনা পাখি গ্রাম টা ছেড়ে
শহর নামক দূরে,
তবে ভোর হলে ঐ গাছের ডালে
কে ডাকিবে সুরে।

 

নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  21+ টি রোজা নিয়ে কবিতা, ক্যাপশন 2024

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *