বৃষ্টিভেজা আলাপন
নাহিদা সুলতানা
মেঘলা আকাশ, ঝড়ো হাওয়া, সাদার কোলাহল,
বৃষ্টিভেজা আলাপনের মন মাতানো প্রহর।
রিমঝিম বৃষ্টির অঝোর ধারায় নীরবতার রম্যতা,
হৃদয় আঙিনার শূন্যতাকেও করছে ভীষণ আনকোরা।
শ্রাবণ সন্ধার সমীরণে পেখম মেলে আজ,
ক্লান্ত হৃদয় পেতে চাইছে এক হ্রাস উচ্ছাস।
সূর্যাস্তের আকাশে রঙের যোগান্তে
শ্রাবণ সন্ধ্যায় বৃষ্টির আলাপন,
নির্মল প্রভঞ্জনে বৃষ্টির সেতারে
সৃষ্ট হচ্ছে নতুন প্রলোভন।
জমেছে মেঘ আজ অন্তরীক্ষে
মহীরুহে বইছে স্নিগ্ধতা,
মৃগাঙ্ক আজ অম্বুবাহে
হয়েছে আড়াল আচমকা।
এই বৃষ্টিস্নাত ক্ষণের রঙিন সন্ধা
প্রকৃতি প্রদত্ত শ্রেষ্ঠ উপহার,
শ্রাবণ বেলার মেঘেদের ডাকে
সুর তুলেছে ঝঞ্ঝা-রাত।
এই মাতাল করা সুরের তালে
মন মেতেছে বড্ড আজ,
সাথে বৃষ্টিভেজা আলাপনেতে
প্রকৃতির রয়েছে নতুন সাজ।
এ রঙিন সন্ধায় শূন্য হৃদয় করছে আহাজারি,
হে বৃষ্টি তোমার এ কেমন অবিরল গতিবিধি!
আজ ক্লান্ত শরীর,ক্লান্ত হৃদয় চাইছে অবকাশ,
তাই বৃষ্টিভেজা আলাপনে গা ভাসানোর প্রয়াস।
এতে যদি মোর শূন্য মনে শান্তি খানিক মেলে,
তবে বৃষ্টি তোমার আহাজারিকে নিবেদন জানাই সান্নিধ্যে।