বৃষ্টির ছড়া | বৃষ্টি কাব্য বর্ষা

বৃষ্টির ছড়া | বৃষ্টি কাব্য বর্ষা

বৃষ্টির ছড়া 
আসমানী গুলতেকিন

টাপুর টুপুর বৃষ্টি পড়ে
ফসল ফলা মাঠে, 
টিনের চালে ঝুপুড় ঝুপুড় 
পাশের পুকুর ঘাঠে । 

টাপুর টুপুর বৃষ্টি পড়ে 
বড়াল নদীর বাঁকে, 
চমকে উঠে হৃদয় আমার
কালো মেঘের ডাকে। 

বৃষ্টি পড়ে টাপুর টুপুর 
পল্লী শহর জুড়ে,
স্নিগ্ধ শীতল হাওয়ার সাথে
পাগল করা সুরে । 

বৃষ্টি পড়ে টাপুর টুপুর 
নৌকার তোলা পালে,
দুষ্টু আরুর জল নুপুরে
মুচকি হাসি গালে। 

টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জলদি তোরা আয়, 
বৃষ্টি পানে তাকিয়ে রয় 
সবুজ পল্লী মা’য় । 

বৃষ্টি 
মোঃ সৈকত হোসেন হৃদয় 

বৃষ্টি পড়ে টিনের চালে
রুম ঝুম ঝুম শব্দ করে
বৃষ্টি পড়ে খালে বিলে
পুকুর ডোবা যায় যে ভরে।
বৃষ্টি পড়ে গাছের ডালে
জুঁই, চামেলি, কদম ফোটে
বৃষ্টি পড়ে বর্ষাকালে 
আকাশ গর্জে ভিষণ চোটে।
 বৃষ্টি পড়ে মাঠে ঘাটে
লাগে দোলা সবুজ ঘাসে
বৃষ্টি পড়ে দোকান পাটে
চায়ের চুমুকে স্বপ্ন হাসে।
বৃষ্টি পড়ে ধানের ক্ষেতে
কৃষক ভাই নাচে দেখে
বৃষ্টি নামে কলকলিয়ে 
নতুন রঙের ছবি আঁকে।

আরো পড়ুনঃ  15+ ভাষা দিবস নিয়ে কবিতা | ভাষা দিবস নিয়ে কিছু কথা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *