বেঁচে আছি
এস এম নওশের
বেঁচে আছি শত আঘাতে
বেঁচে আছি প্রতিকুলতার সাথে
বেঁচে আছি চরম অস্থিরতায়
বেঁচে আছি নিদারুন উন্মাদনায়
বেঁচে আছি জাতির ক্রান্তি লগ্নে
বেঁচে আছি অনাচার অজাচারে মগ্নে
বেঁচে আছি অনিশ্চয়তার চরমে
বেঁচে আছি মানবতাহীনতার ভরমে
বেঁচে আছি নিজেকে পুরোপুরি ভুলে
বেঁচে আছি আশা নিরাশার দোলাচলে।
কবি পরিচিতিঃ এস এম নওশের। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পেশায় তিনি চিকিৎসক এবং নেশায় ভ্রমণ পিপাসু। সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ব্যাক প্যাক নিয়ে। সময় পেলে লিখেন অল্প-স্বল্প। এই পর্যন্ত প্রকাশিত বই কুড়িটি। মানবিকতা, সামাজিক ও রাজনৈতিক সচেতনতা তার লেখার মুল উপজীব্য।