বেদনার আর্তনাদ
আমিনুল ইসলাম
দুঃখে আমার দিন রজনী
কাটে না তো বেলা,
ভালোবাসার ছলে শুধু
পেলাম অবহেলা।
তোমার চোখে আমার স্বপ্ন
বাধিবো সুখের ঘর,
আপন মানুষ কষ্ট দিয়ে
হলো স্বার্থপর।
চোখে আমার অশ্রু ঝরে
বেদনার আর্তনাদ,
তোমায় ভালোবেসে আমি
বুঝিলাম প্রেমো স্বাদ।
চারিদিকে শুধু হাসিঠাট্টা
করছে আমায় নিয়ে,
করছে লোকে কানাকানি
ছাড়লে পাগল বানিয়ে।
এমন কি আর কষ্ট হতো?
তুমি আমার হতে,
কষ্ট দিয়ে আমায় বন্ধু
আছো সুখেই মেতে।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য