বেদনার নীল
নূরনাহার নিপা
রাতের অাকাশ চেয়ে অাছি,অপলক
প্রতিক্ষণে অন্বেষণে বিশ্ব সর্গলোক।
বেদনার নীল পাহাড় গুলো
অাচড়ে পড়ে বুকে,
কষ্টগুলো বুকে চেপে
হাসছি তবু সুখে।
নীল অাকাশে অামার সাথে জাগে দুঃখী চাঁদ ও
কষ্টগুলো ছড়িয়ে দিয়ে
অাকাশ হয়ে কাঁদো।
মন খারাপের দুঃখ দিনে কেউ থাকে না পাশো,
দুঃখগুলো হয় যে অাপন,
অশ্রু হয়ে ভাসে।
মন খারাপের রাত্রিগুলো হয় সে,বড় অনেক,
নিরবতাই সঙ্গী হয়ে দুঃখ ভোলায় ক্ষণেক।
সুখের সময় কেউ থাকে না
নিজের কাজে রত।
হতভাগী অামার মতো
কেই বা অার অাছে,
কষ্টগুলো লুকিয়ে রাথি মিষ্টি হাসির কাছে।