
ব্যর্থতার গান
মদিনা তাবাসসুম
গভীর অন্ধকার রাত
সাথে আছে ঝিঁঝিঁ পোকার ডাক।
বাতাসে ভেসে আসে
কামিনী ফুলের ঘ্রাণ,
এর মাঝেও শুনতে পাই
ব্যর্থতার গান।
ঝড়ো বাতাস,
হঠাৎ গর্জন ওঠে মেঘে,
ব্যর্থতার গল্প সাজিয়ে
আছি আমি জেগে।
ভাবছি আমি,
এ জীবন কী, ছিল কী হলো!
চিন্তাভাবনা এগোই না
মস্তিষ্কে হানা দেয় ব্যর্থতার ছন্দ।
অন্ধকার ভেদ করে
বুক চিরে ওঠে চিৎকার
আর কত!
সইতে পারিনা আর।
জীবনের পরতে পরতে
অমানিশা আসে জ্যোৎস্নার শেষে,
পথহারা হয়ে যাই
আধারের দেশে।
প্রয়োজনে পাই না খুঁজে
জোনাকির আলো,
মিটিমিটি জ্বলে
দূর করে না কালো।
আমার অপেক্ষারও
শেষ হয় না ঋণ,
এভাবেই কেটে যায়
রজনী ও দিন।