ভাইয়া তুমি
~ নুসাইবা জিনাত
আদেশের তরে রেডি হই চটপট,
অবাধ্য হওয়ার নাই কোন ফুসরত।
চাদঁনী রাতে পুলকিত পথে
হেটে চলে দূজন মানব গুটি গুটি পায়ে।
আধার আলোর আলিঙ্গনে সেজেছে মেটোপথ,
বোন তার খুলে বসেছে জমিয়ে রাখা হাজারো অভিমত।
মনের কোণে জমিয়ে রাখা অগণ্য সে কথার জুটি,
ভাইয়ের কাছে ব্যক্ত করে দুষ্ট মিষ্টি বোনটি।
স্নিগ্ধ বাতাস আকাশের অপরূপ সাজে!
মাতোয়ারা হয়ে ভাবি কে সাজিয়েছে তাকে?
এ পথ যদি নাই শেষ হতো,
তবে কত ধূসর বলি ব্যক্ত হতো।
বড় ভাই আর বোন আছে যার জীবনে,
তবে ধন্য সেতো উভয় জাহানে।
এভাবেই পেতে চাই বোনটা যে তোমায়,
তবে কোন পূর্ণিমা রাতে বলে যেও
কথা দিলাম প্রতি ক্ষণে পাশে পাবে আমায়।
চুনতি বড় মিয়াজী পাড়া,
লোহাগাড়া, চট্টগ্রাম।
মা শা আল্লাহ ❤️🥰