ভালোবাসি
তানিয়া কলি
“ভালোবাসি” শব্দটিকে খামবন্দি করে,
প্রেরণ করেছিলাম তোমার ঠিকানায়।
শ’খানেক চিঠি পাঠালাম,
যেখানে “ভালোবাসি” লেখা ছিল হাজারবার।
কিন্তু তোমার খামখেয়ালিতে,
অবহেলিত হয়েছে চিঠি বার বার।
বলেছিলে যোগ্য পাত্র নই আমি,
নই ভালোবাসার দাবিদার।
অথচ আমি এখনো তোমার অপেক্ষায়,
যদি’বা আসে চিঠি আমার ঠিকানায়।
আচ্ছা, ভুল করে কি একবার লিখা যায় না?
ভালোবাসি! না’হয় এটাতেই আমার সন্তুষ্টি।
আমার প্রতিটি কল্পনায়,
হন্যি হয়ে ঘুরি তোমার আঙিনায়।
তুমি তুচ্ছ করে ফিরিয়ে দিলে,
রেখে দিলে মোরে মেঘের আড়ালে।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য