ভুল মানুষ
কানিজ ফাতেমা রুকু
অবুঝ মনে প্রশ্ন আমার,
কিভাবে কেউ পারে?
অনেক কথা,আশা দিয়ে
যেতে ছেড়ে চলে।
হাতের উপর হাত রেখে কিভাবে কেউ পারে,
শত প্রশ্ন, বিস্বাদ আরো সব কিছু সব ছেড়ে।
দোষ দেওয়ার বাকি কিছু নেই
অজুহাত কত কিছু
দোষ হলেও মাথা উচু তার
আমার মাথা নিচু।
থাকার যদি থাকতোই সে
দিতো না অজুহাত,
যে না থাকার যাবেই চলে
যতই রাখো ধরে তার হাত।
বুঝার আছে কত্তোকিছু
আগে যায়না কেন বুঝা?
যাওয়ার সময় নিজের উপর
দোষ আসে বৃথা বৃথা।
হাজার খুজে পেয়েছিলাম
এমন মানুষটারে
ভাগ্যেই বুঝি ছিলো আমার
এই এমনই এক জনরে।