মাতৃভাষা বাংলা
মারুফা ইসলাম সূর্মী
ফেব্রুয়ারির একুশ তারিখ
মাতৃভাষা দিবস,
যেদিন বাঙ্গালীরা রুখে দাঁড়িয়েছিল,
করেনি কোনো আপস।।
উর্দু যখন ঘোষিত হলো
রাষ্ট্রভাষা হিসেবে
বাংলার দামাল ছেলেরা মেনে নেয়নি সেদিন,
বেরিয়েছিল প্রতিবাদের মিছিলে।।
রাষ্ট্রভাষা বাংলা চাই
আরও কতো স্লোগান,
সেদিন অকাতরে প্রাণ দিয়েছিল
লক্ষ মায়ের সন্তান।।
চিনতে নাকি বাংলার মানুষ
ভাষা শহীদদের চিনতে!
বায়ান্নয়ে প্রাণ দিল যারা
বাংলা ছিনিয়ে আনতে।।
বাংলাকে প্রতিষ্ঠিত করতে
প্রাণ দিলো যারা
তাদের স্বরনেই আজ আমাদের একুশের স্মৃতি গাঁথা।।
রক্তক্ষয়ী ভাষা আন্দোলনে
প্রাণ দিলো যারা
তাদের জন্যই স্বীকৃতি পেলো
বাঙালির মাতৃভাষা বাংলা।।
নিয়মিত পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য