মাদিনা
মারুফা ইসলাম সূর্মী
চাঁদের আলোর ঝাপসা ছায়ায়
পড়ছে মনে ভাবছি তোমায়
মনের মাঝে ভয়ের শঙ্কা
তোমায় দেখার প্রবল আশা
বিভোর থাকে মনমহনায়
মন যে আমার সে কি মানে
ছুটে চলে দূর মাদিনায়।।
ঝিঁঝিঁ ডাকে , আলো বিলায় জোনাকি,
সেই আলোতে তোমায় খুঁজি
শীতল মিষ্টি হাওয়ায়
মন যে আমার সে কি মানে
ছুটে চলে দূর মাদিনায়।।
কতইনা স্বপন দেখি আমি
আঁধার কাটিয়ে ভোর
রাত্রি কাটাই ঘুমের ঘুরে
তোমারই স্বপ্নে বিভোর।
আজো দেখতে পাইনি তোমায়
দু’চোখেরই তারায়,
মন যে আমার সে কি মানে
ছুটে চলে দূর মাদিনায়।।
অপেক্ষার প্রহর শেষ হলে তবে
দু’নয়নে দেখিবো তাহারে
শুকরিয়া আদায় করবো প্রভুর
প্রশান্ত হবে হৃদমাজার।
দুরুদ সালাম পাঠাই আমি
ভোরের হাওয়ায় হাওয়ায়
মন যে আমার সে কি মানে
ছুটে চলে দূর মাদিনায়।।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য