মানুষ ও মনুষ্যত্ব কলমে এ, বি, এম মিজানুর রহমান

মানুষ ও মনুষ্যত্ব
এ, বি, এম মিজানুর রহমান

কে ভালো কে মন্দ
যায়না বোঝা ধর্মে।
ভালো কি মন্দ
প্রমাণ হয় মানুষমানুষের কর্মে।
মানুষই ভাগ করেছে মানুষেরে
হাজারো ধর্মে।
মানুষই ভাগ করেছে মানুষেরে
উঁচু নীচু জাতে আর বর্ণে।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে যারা
মসজিদ, মন্দির ভাঙে তারা।
ধর্ম লোক দেখানো কিছু নয়
মনের মাঝে স্থাপন করতে হয়।
মানুষ হয়ে জন্ম নিয়ে
না থাকে যদি মনুষ্যত্ব,
নশ্বর পৃথিবীতে স ই বড় ভৃত্য।
ধার্মিক হয়ো না দাড়ি-টুপি পৈতাতে
ধার্মিক হয়ো না জোব্বা আর ধুতিতে।
ধার্মিক হও মন মনন মনুষ্যত্বে।
প্রকৃত ধার্মিক সেইজন
সেবিছে মানুষ ও মানবিকতা সেইজন।

সংক্ষিপ্ত পরিচিতিঃ কবি এ, বি, এম মিজানুর রহমান ১৯৬৬ সালের ২ ফেব্রুয়ারী বরগুনা জেলার বরগুনা সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল হাকিম মিয়া, মাতার নাম উম্মে কুলসুম বিবি। ছাত্রজীবন থেকেই তিনি সাহিত্যানুরাগী। তিনি একজন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। বর্তমানে সদর উপজেলাধীন ৮ নং ইউপির কলাতলা হাজী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি।

আরো পড়ুনঃ  বন্ধু কলমে রোকসানা ইসলাম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *