মায়ের ভালোবাসা
সাবিনা খাতুন (রহিমা)
মায়ের ভালোবাসা,
সবার চেয়ে সেরা!
চোখের আড়াল হলে,
মায়ের আঁখি জল ভাসে!
মায়ের পরশ বুলিয়ে,
আদর মাখা হাত দিয়ে!
ঘুম পাড়িয়ে দেই যে,
মাগো আমার তুমি ছাড়া,
আমি যে অচল,
তোমার কোলে মাথা রেখে,
ঘুম পাড়িয়ে দিও।
নানা রকম গল্প শুনে,
শহর তরে যায় যদি,
মাগো তোমার কথা
বারে বার পড়বে মনে!
তোমার স্নেহে আদর মাখা,
মায়া মমতা মিস যে করি,
তোমার ভালোবাসা মানে,
সবার উপরের সেরা!
তোমার বুকে পরম মমতায়,
আশ্রয় যে খুঁজে পায়!
সব মায়া মমতা যেন,
প্রভু তোমার মাঝে ঢেলে দেয়!
সব সুখের ঠিকানা,
তোমার মাঝে খুঁজে পাই!
আরো পড়ুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য