মা-প্রেমের সূর্য
সিফাতুল ইসলাম
মা, তুমি আমার প্রাণ আর আত্মা,
তোমার বিনিময়ে পাই আনন্দ আর সুখের স্বপ্না।
তুমি যেমন স্পর্শ করো আমার মুখমন্ডল,
হৃদয়ে জ্বলে উঠে আমার আনন্দের ঝলকা।
মা, তুমি সন্তানের জন্য প্রেমের সূর্য,
শীতল হাতে ভেসে দাও আমাকে মর্যাদা ও সৃষ্টি।
তুমি বোকা হাসি, অন্তরে সুখের সেতু,
কারো দুঃখ আসলে ছুঁয়ে দিয়ে যায় হৃদয়ের মেঘবৃষ্টি।
মা, তোমার দীর্ঘ করুণার আগুনে,
মোছা করো আমার সব দুঃখের বোঝাবৃত্তি।
তোমার কাছে আমি সুখী হলে সুখি,
তুমি জন্য আমার প্রেম একটু বৃদ্ধি।
মা, তুমি আমার সবচেয়ে বেশি কাছে,
করো আমাকে সম্পূর্ণ তোমার আশ্রয়ে।
তুমি যেন আমার দুঃখ হয়ে নাশো,
সব সময় থাকো আমার পাশে।
মা, তুমি পৃথিবীর সব চাঁদ আর তারা,
তোমার আগুনে জ্বলে উঠুক সব আমার ভালোবাসা।
এই কবিতা তোমার জন্য,
তুমি আমার মা, তুমি জীবনের মর্যাদার সেতু।
সংক্ষিপ্ত পরিচিত
নাম: সিফাতুল ইসলাম
পিতার নাম: আব্দুর রহিম
মাতার নাম: ফাতেমা আক্তার
জন্ম তারিখ: ইংরেজি ২০০৭ সালের ১১ই জুন। বাংলা ২৮ জৈষ্ঠ্য ১৪১৪ রোজ সোমবার।
জন্মস্থান: দেশ: বাংলাদেশ, বিভাগ: চট্টগ্রাম, জেলা: নোয়াখালী, উপজেলা: চাটখিল, ইউনিয়ন:২নং রামনারায়ণপুর,গ্রাম: ছোবহানপুর, বাড়ির নাম দাদা নাতির বাড়ী।
শিক্ষাজীবন: তার শিক্ষাজীবনের হাতেখড়ি তার মায়ের হাতে। তারপর ২০১২ সালের তার বাবা তাকে ২০১৩ সালে স্কুলে যাওয়ার জন্য একটি কিন্ডাগার্টেন “ইউরোপা ইন্টারন্যাশনাল স্কুল ভর্তি করেন। তারপর ২০১৮ সালে পি.ই.সি. পরীক্ষায় তিনি জিপিএ ৫.০০ সহ বৃত্তি পেয়েছিলেন।তারপর ৬ষ্ঠ শ্রেণীতে পার্শ্ববর্তী একটি উচ্চ বিদ্যালয় “সোমপাড়া উচ্চ বিদ্যালয” এ অধ্যয়ন শুরু করেন। বর্তমানে তিনি ওই স্কুলেই দশম শ্রেণীতে অধ্যয়নরত আছেন এবং তিনি ২০২৪ সালে এস.এস.সি. পরীক্ষা দিবেন বিজ্ঞান বিভাগ থেকে।
কর্মজীবন: পেশা হিসাবে তিনি এখন ছাত্র।আর নেশা হিসাবে রয়েছে সাহিত্য চর্চার চেষ্ঠা।
লেখা: তিনি বিভিন্ন ম্যাগাজিন, ই-পেপার,যৌথ গ্রন্থ,এসব তার লেখা প্রকাশ করে থাকেন। তার কোনো একক বই এখনও হয়নি তবে ভবিষ্যতে করবেন। তিনি কবি ও লেখক।
যোগাযোগ : তারা সাথে যোগাযোগের জন্য ,ইমেইল ঠিকানাঃ [email protected] / [email protected]