মিথ্যে সান্ত্বনা | কবি উম্মি হুরায়েরা বিলু Leave a Comment / কবিতা / By উম্মি হুরায়েরা বিলু মিথ্যে সান্ত্বনা উম্মি হুরায়েরা বিলুকষ্ট ভুলে নিত্য বাঁচি মিথ্যে সান্ত্বনায়, জীবনের পথে কষ্ট গুলো সত্যি কি ভোলা যায়!এসবের মাঝে ঠিকই খুঁজি ভালো থাকার কারণ, কষ্ট হলেও এই জীবনে কষ্ট পাওয়া বারণ!Related Posts:পথশিশু | কবি উম্মি হুরায়েরা বিলুমোনাজাত নিয়ে কবিতা | ফরিয়াদ কলমে উম্মি হুরায়েরা বিলুফুলের সুভাস | কবি উম্মি হুরায়েরা বিলুবইয়ের পাতা | কবি উম্মি হুরায়েরা বিলুআরো পড়ুনঃ নিকষিত কলমে রবিউল আলম