মিলিবে কি দেখা তার..?
রাহমা জাকিয়া
এতোটা পথ পাড়ি দিলাম
পেলাম না তার খুঁজ ;
মিলিবে কি দেখা তার
ভেবে কাঁটায় রোজ ।
কতো লোক আসে যায়
আসে না তো কবু সে ;
মিলিবে কি দেখা তার
ভালোবাসে আমায় যে !
কতো বসন্ত পেরোলে আমি
পাবো তার দেখা ;
কতো হেমন্ত কাটিয়ে দিলাম
তারে বিহীন একা ।
মনের কোণে জমে যাচ্ছে
অভিযোগের পাহাড় ;
কতো বর্ষা শরত কেটে গিয়ে
শেষ হচ্ছে গ্রীষ্ম শ্রাবণ আষাঢ় ।
আশায় আছি তব আমি
দেখিবো তাহার মুখখানি ;
মিলিবে যে দেখা তার
মুছে যাবে সব গ্লানি ।