মৃত্যুর ডাক

মৃত্যুর ডাক

রাহমা জাকিয়া

মৃত্যু আমার দুয়ারে এসে
নাড়িয়ে গেলো কড়া ;
কতো হিসেব বাকি জীবনের
হবেনা তা আর পড়া…।

দেখা হবেনা সকালের কিরণ
দেখবনা আর সূর্যডুবি ;
জীবনের প্রদীপ নিভে গেলে
হবো দেয়ালে টাঙানো ছবি..।

শুনবনা আর পাখির কুজন
গাইবনা আর ভোরের গান ;
আজরাইল এসে নিয়ে যাবে
আমার ছোট্ট এই প্রাণ…।

এদিক ওদিক ছুটবনা আর
খেলবনা কোনো খেলা ;
ঘুমিয়ে যাবো চিরতরে
জাগবো না আর বেলা..।

এখন আমি মাটির উপর
শুয়ে বসে ভাবি ;
মৃত্যু আমার সন্নিকটে
হারিয়েছি জীবনের চাবি…।

জীবন আমার শেষের পথে
ধুলোয় মিশেছে মন ;
সবকিছু এখন বিষাদ লাগে
মৃত্যুর নিমন্ত্রণ..।

ভালো থাকার গল্পটা আজ
হলো নতুন উপন্যাস ;
হাসিটা শুধু মুখের উপর
অন্তরে ব্যথার দীর্ঘশ্বাস…।

নিজের প্রতি হচ্ছে এখন
আমার অনেক ক্ষোভ  ;
শেষ মুহুর্তে এসে আবার
জাগছে বাঁচার লোভ..।

আরো পড়ুনঃ  ৩টি কাল বৈশাখী নিয়ে কবিতা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *