মেডিকেলে চান্স পাওয়াটাই সফলতার একমাত্র মাপকাঠি নয়
তুমি চাও ডাক্তার হতে; আর মহান রবের পরিকল্পনা হচ্ছে তুমি নাসার গবেষক হবে অথবা পৃথিবী বিখ্যাত কোন বিজ্ঞানী হবে। তুমি চেয়েছিলে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে জীবনে সফল হবে কিন্তু তোমার স্রষ্টা চান তুমি বিসিএস পররাষ্ট্র ক্যাডার হয়ে দক্ষ একজন কূটনীতিক হবে। তোমার জন্য কোনটা কল্যাণকর সেটা মহান রবের চেয়ে কেউ ভালো জানেন না।
মেসি কি প্রতি ম্যাচে গোল করতে পারেন? শচীন কি প্রতি ম্যাচেই সেঞ্চুরি করেছেন?
না।
না।
তুমি অনেক মেধাবী। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার দিনটি তোমার ছিলনা বলেই তুমি চান্স পাওনি। আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য অধিকতর কল্যাণকর কোন পথ খুলে দিবেন। সেই পথ খুজে নাও। এখনো তোমার মাঝে এমন অনেক কিছুই আছে যা তোমাকে তোমার স্বপ্নের চেয়েও বড় করতে পারে। নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যাও। স্রষ্টার সাহায্য চাও। তুমিই পারবে।
মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কেউ বলতে পারেনা যে সে সফল হয়েছে। একটা এক ঘন্টার পরীক্ষা যেভাবে তোমাকে চূড়ান্ত সফলতা এনে দিতে পারে না তেমনি এই পরীক্ষায় ব্যর্থতা তোমার চূড়ান্ত ব্যর্থতা নয়।
এগিয়ে যাও।
কলমেঃ-
মোঃ সাকিহ উদ্দিন কাদের
৩৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা
প্রভাষক, ইংরেজি
কক্সবাজার সরকারি মহিলা কলেজ
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- চিরকুটে সাহিত্যে