যদি সুখ পাও কলমে রবিউল আলম

যদি সুখ পাও
রবিউল আলম

যদি তুমি সুখ পাও,
তব মোরে ব্যথা দাও;
যদি তুমি শান্তি চাও,
তব মোরে অনলে পোড়াও।

যবে আসিবে তোমার মনে,
মোর কথা বিরহ যতনে;
নয়ন মেলিয়া রাখিও গগনে,
খুঁজিয়া পাইবে মোরে বাতায়নে।

মুছিবে তখন সকল গ্লানি,
হাসিও বক্ষে রাখিয়া পাণি;
যবে পাইবে তুমি পূর্ণতা,
ভরিয়া দিও মোরে পুনঃশূন্যতা।

আরো পড়ুনঃ  বাবু-সাব কলমে নাঈম ইসলাম বাঙালি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *