যাত্রীসময়
জয়িতা চট্টোপাধ্যায়
তোমার সোনালি চুলের গুচ্ছে
জন্মে নেয় স্রোত, জন্ম নেয় জল,
মৃদু করুণার দুটি চোখ ভরসা দেয়
সুরভি স্বপ্নের,
বুকের ভেতর জমানো সাহারার পথে
সকালের শিশিরের মতন তুমি আসো
রোদ শুষে নাও
তোমার তন্দ্রার ঘ্রাণ বালিশে ভরা থাকে
তুমি পথ হলে
আমার আস্তানা বার বার যেন রাস্তা হয়
দুহাতে সারিবদ্ধ যাত্রা
আমার ‘মা’ ও ‘পথ’ এখানে আলাদা নয়।