যাপিত জীবন কলমে আহমদ আইমান

যাপিত জীবন

যাপিত জীবন
আহমদ আইমান

ভালো রাখার মানুষটি একদিন নাই হয়ে যায়
স্বার্ধ, শখ, প্রয়োজ যখন উদ্ধার করাহয়ে যায়!

ভেবে ছিলাম তোমার মাঝে আছে সুখ
বাস্তবতার কাঠগড়ায় এসে দেখি অসুখ!

জীবনের অনেক চাওয়া পাওয়া আছে
তাইতো সঁপে দিলাম জীবন তোমার কাছে!

পৃথিবীর মানুষ অনেক ভাবে সুখ খুঁজে
নিখুঁত ভাবে নির্বাচিত সে মানুষটি টুটে!

আসলে বাস্তত জীবনে মানুষ হেরে যায়
যাপিতো জীবন একটা সময় ফুরিয়ে যায়!

মানুষের ভুল মানুষকেই হারিয়ে দেয়
ভুল পথে অনুসন্ধানকারী যারাই হয়!

সৃষ্টিকর্তার বাতলিয়ে দেয়া প্রেসক্রিপশনে
অনাবিল সুখে মিলেবেই বান্দার জীবনে!

আরো পড়ুনঃ  অথচ এমন স্বপন সিংহা বাবু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *