যুদ্ধবাজ
খাইরুল ইসলাম
রণ তালে,রণ ঢালে
রণ কৃপাণে,
চলো বীর,উঁচু শীর
রণ ময়দানে।
দূর্বারে,হুংকারে
সকাশে চলো।
হবে জয়,হবে ক্ষয়
অশনিকন্ঠে বলো।
ধরে ঝান্ডা,হয়ে ঠান্ডা
করো যুদ্ধ কৌশলে,
তুমি পারবে,তারা হারবে
চলো প্রতিতী বলে।
চলছে লড়াই,করছে বড়াই
বিনাশ কর ঔদ্ধত্য।
সব উচ্ছেদ করে,মেদিনী ওরে
সূচনা কর ন্যায় সত্য।
মারো তীর,কাটো শির
সব হিংস্রতাদের।
পিছু হটো না,মন ভেঙো না
হবে জয় তোমাদের।
মরে লড়ে,সহন ধরে
যাও চালিয়ে রণ।
শহীদ গাজী,হবে আজি
ওরে বলছে রণাঙ্গন।
অগ্রে যাও,শোধ নাও
চিত্তে রেখে তাওহীদ,
তাদের বাঁচা মরা নরক
তোমার মৃত্যুই-ঈদ।
মিটাতে ক্ষুধা,শাহাদাতের সুধা
পান করিতে আজ,
সত্য দাবদাহে,আল্লার রাহে
হও দুর্দান্ত যুদ্ধবাজ।
কবি পরিচিতঃ মুহাম্মদ খাইরুল ইসলাম তকী। বৃহত্তর ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় জন্ম গ্রহন করেন। পিতার নামঃ মুহাম্মদ আতিকুর রহমান। মাতার নামঃ মোছাঃ সামোতা বানু। তিনি কবিতা সংগীত লিখতে এবং গাইতে খুব ভালোবাসেন। তিনার প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ সমুহ, বিচরণ, নিস্তব্ধ প্রহর, আবেগ অনুভূতি। তিনি হিফজ সম্পূর্ণ করে বর্তমান কওমী মাদ্রাসার কিতাব বিভাগের তাকমিল/দাওরা হাদিস (মাস্টার্সে) অধ্যায়রত আছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।