যৌতুক
বি এস সাইফুর রহমান
কসবা ,ব্রাক্ষণবাড়িয়া
কন্যা দেখতে বারিই সুন্দর
লাজ লজ্জায় বেশ
দেনাপাওনার কথায় আসেন
দিচ্ছেন কতো ক্যাশ ।
একটি টিভি একটি সাইকেল
প্রথম সারিতেই থাক
বর যাত্রী আসবো শত
বাজবে সানাই ঢাক।
শৌকেস ফ্রিজ লাগে বটে
আরো লাগে ঘড়ি
আপনার কন্যা আমার ঘরে
থাকবে রাজ পরি।
কন্যা আপনার সাজিয়ে দিবেন
সোনা দুই ভরি
বালা যেনো চকচকে হয়
দোহাত ভরতি চুড়ি।
চাওয়া পাওয়ার শেষ নেই
তবুও হচ্ছে বিয়ে
লাজ লজ্জা নেইযে তাদের
যৌতুক সামগ্রী নিয়ে ।
বাবা চাইযে মেয়ে আমার
থাকুক অতি সুখে
সামর্থ্যের বাইরে বিলিয়ে দিচ্ছে
হাসিমাখা মুখে ।
নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য