রাজনীতি
উম্মি হুরায়েরা বিলু
নীতিটাকে কবর দিয়ে
করো রাজনীতি,
সবার পাশে থাকবো বলে
করো স্বজন প্রীতি।
কে ভালো আর কে খারাপ
তা দেখার বিষয় নয়,
নেতার পাশে থেকে নিজের
স্বার্থ হাসিল হলে হয়।
সমাজটা আজ পঁচে গেছে
আসছে ভিষণ গন্ধ,
বর্তমানে যায় না চেনা
কে ভালো কে মন্দ।
মুখে দাড়ি মাথায় টুপি
জুব্বাটাও বেশ,
স্বার্থটাকে হাসিল করে
মুখে হাসির রেশ।
লেবাস আমার উপরেতে
ভিতরে যে নয়,
আমার নেতা যোগ্য নেতা
মদ খেলে কি হয়।
স্বার্থটাকে করতে হাসিল
করব যা কিছু,
দরকার হলে নিবো আমি
মাতাল নেতার পিছু।
এমন হাজার বুলি শুনি
লেবাসধারী মুখে,
ঈমানটাকে দিচ্ছে বলি
থাকার জন্য সুখে।
আল্লাহ খোদা ভুলে গিয়ে
নিচ্ছে নেতার নাম,
এ সব কিছু করছে তারা
পেতে একটু দাম।