রিজিকের প্রশান্তির আচ্ছাদন

রিজিকের প্রশান্তির আচ্ছাদন

“রিজিকের ফয়সালা আসমানে হয়, জমিনে না।”

যেদিন থেকে আমি বিশ্বাস করতে শুরু করেছি আমার রিজিক শুধু আমার জন্যই নির্ধারিত, কেউ চাইলে ও তা কেড়ে নিতে পারবে না সেদিন থেকেই হৃদয়ে এক অনির্বচনীয় শান্তির ঢেউ নেমে এসেছে।

আগে জীবনে সবকিছু নিয়েই ছিল এক দৌড়, এক তুলনা,এক টানা পুড়ান , এক অভিযোগ । কে কত এগোলো, কে কত পেল এসব ভাবতে ভাবতে নিজের সুখটুকু হারিয়ে ফেলেছিলাম,নিজে কি পারি এটা ভাবার টাইম হতো না । কিন্তু এখন বুঝি, কারও প্রাপ্তি আমার বঞ্চনা নয়। আল্লাহ যার জন্য যা নির্ধারণ করেছেন, তা কেউ কমাতে পারবে না।আমার জন্য যা নির্ধারিত তা আমার কাছে অবশ্যই আসবে।

 

রিজিকের অর্থ শুধু খাবার নয়:

রিজিক মানে শুধু আহার নয়। রিজিক অর্থ শুধু শান্তশিষ্ঠ পরিবার, ভালোবাসায় ভরা সম্পর্ক, সৎ বন্ধু নির্বাচন , পেশায় সফলতা, নেক সন্তান, সুস্থ মন আর একটুখানি প্রশান্ত ঘুমও,কারণ অনেকেই ইচ্ছে থাকা সত্বেও ঘুমাতে পারে না, অথচ আপনি আমি কতো আরাম – আয়েশে ঘুমাচ্ছি।
কেউ হয়তো বিপুল অর্থের মালিক, তবুও শান্ত নয়; আবার কেউ অল্পতেই তৃপ্ত সেই মানুষটিই আসল ধনী।

 

তাওয়াক্কুলের ভিতরে প্রশান্তি:

আজ আমি আর কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি না, কারও ভালো দেখে মন খারাপ হয় না। কারণ জানি, আমার জন্য যা নির্ধারিত, তা আমাকেই খুঁজে নেবে, সময় মতোই। আমি কেবল চেষ্টা করি হালাল পথে চলতে,আমি বিশ্বাস করি চেষ্টার ফল কখনো বিফলে যায় না, আমি একভাবে না একভাবে পাবোই,যা-ই করি ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দিই।

এই তাওয়াক্কুলের মধ্যেই আমি খুঁজে পেয়েছি জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি
রিজিক নয়, রিজিকের প্রশান্তির আচ্ছাদন ।

 

  • মাহজাবীন তাসনীম রুহী
  • অনার্স ২য় বর্ষ
  • এম সি কলেজ সিলেট
আরো পড়ুনঃ  স্বপ্নবাজ তরুণী কানেতা সুলতানা সুমাইয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *