শেষ মুহূর্তের সঙ্গী
কলমে জাকিয়া
জানি তুমি আসবে
একদিন ঠিকই,
নিয়ে যাবে আমায়
বোঝাবে,সবই ছিল ফাঁকি।
ভুলে যাবে সবাই তুমি ছাড়া
সকলেরই হব পর,
যাদের ভেবেছি আপন আমি
সারা জনম ভর।
জানি ছাড়তে হবে
একালের সব মায়া,
সেকালে খেজুর গাছ’রা হয়তো
আমায় দিবে ছায়া।
ঘুঁচে যাবে যত ছিল ভ্রান্তি
এজীবনে আসবে নতুন মোড়,
মনে হবে শুধু, আগে-পিছে যা ছিল
সবই মোহের ঘোর।
এভাবেই চলে যেতে হবে
সবাইকে নির্দ্বিধায় ,
প্রকৃতি হয়তো হাসি মুখেই
দিবে শেষ বিদায়।
কবি পরিচিতিঃ কবি জাকিয়া, টাংগাইল জেলাধীন ঘাটাইল উপজেলার ছনখোলা ইউননিয়নের হাজীপুর গ্রামে তার নানার বাড়ীতে ২০০৮ সালে জন্ম গ্রহন করেন।তার পিতৃস্থান দিনাজপুরে পিতার নাম:মো: জনাব আলী। মাতার নাম:রত্না খাতুন। নবম শ্রেনীর ছাত্রী থাকা কালীন কবিতা লিখার মাধ্যমে তার লেখালেখি শুরু হয়। তিনি এপর্যন্ত কবিতা লিখে বেশ কয়েকটি সম্মাননা পেয়েছেন।এছাড়া বাফওয়া কর্তৃক আয়োজিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম দিবস উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠিত কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২য় স্থান অধিকার করেন। বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও তিনি অংশগ্রহণ করেন। ২০২৪ সালের বইমেলার একটি যৌথ বই “আলোকিত ইসলাম”এর একজন কবি হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। আমরা তার সার্বিক সাফল্য কামনা করি।