শৈশব আমার
মারুফা পারভীন
হাত ছানি দিচ্ছে ভাই
পদ্ম লতার বনে,
শৈশবের স্মৃতি গুলো
আজও পড়ে মনে।
কেমনে ভুলবো মোর
সোনায় বাঁধা দিন গুলি,
ছটফট করছে ভাই
খাঁচায় বন্দি পাখি।
কেমনে ফিরবো
সেই চেনা নোনা জলে,
ঘুরতাম যেথায়
নানা খেলার ছলে।
দাপিয়ে বেড়াতাম
মুক্ত ডানা মেলে,
শাপলা তুলতাম
হাজার বাঁধা সত্ত্বে।
দিচ্ছি দৌড় “মা”
লাঠি হাতে তেড়ে,
উচঠা খেয়ে পড়ছি আমি
এলোমেলো পথে।
দমকা বাতাস এসে
বলে গেল কানে,
চল না একটু খেলি
মন মাতানো তালে।
পানকৌড়ি দিচ্ছে ডুব-
ডোবা নদীর বিলে,
সময়টা আমার
কেমনে গেলো চলে।
হঠাৎ ডাকে ঘুম বিভোরি
আঁখি জোড়া খোলে,
স্বপ্ন দেখছি যে আমি
সারাটা রাত ভরে।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য