শ্রমের মূল্য
উম্মি হুরায়েরা বিলু
জাতির সেবায় কামার কুমার
ঝরায় তাদের ঘাম,
তারপরেও সভ্য সমাজ
দেয় না তাদের দাম
ছোট জাত বলে তাদের
দেয় যে সবাই গালি,
ঘৃণা করে তাদের গায়ে
মাখানো ধুলোবালি।
ঘাম ঝরিয়ে দালান বাড়ি
তোমাদের জন্য করে,
মাটির ঘরে থেকে তারা
অট্টালিকা গড়ে।
কৃষক মাঠে চাষ করে
সোনার ফসল ফলায়,
মাথার ঘাম পায়ে ঝরিয়ে
নিজের সংসার চালায়।
অট্টালিকার পড়ে বসে
ঘৃণা তাদের করো,
সুযোগ পেলেই তাদের ধরে
ইচ্ছে মতো মারো।
পিরোজপুর সদর, পিরোজপুর।