সাফল্যের সংজ্ঞা
মারুফা ইসলাম সূর্মী
যদি ভাবো আপন মনে
কে আছে তোমার এই ভুবনে,
উত্তর পাবে আল্লাহ ছাড়া
সবই যেন মিছে মায়া।।
মা তোমায় জন্ম দিয়েছে তাই ভালোবেসে রাখে মনের মনিকোঠায়।
বাবাও ঠিক সেই কারণেই ভালোবাসে অবিরাম।।
আল্লাহর ইচ্ছায় তোমার ছোট বড় ইচ্ছা পূরণে
হয়ে উঠে আলাদিনের আশ্চর্য প্রদীপ।।
ভাই-বোন , বন্ধুবান্ধব, আত্মীয়-সজনো,
স্বামী,স্ত্রী ,সন্তান যাই বলি না কেনো,
পৃথিবীর প্রতিটা ভালোবাসায়
লোকানো আছে স্বার্থ।।
তাইতো বলি বেলা ফোরাবার আগে,
ফিরে এসো আপন নীড়ে
রবকে ভুলে যেওনা কভু
যে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে।।
সঠিক লক্ষ স্থির করে তুমি
এগিয়ে যাও ধীরপনে,
আসল সাফল্যের সঙ্গাতো আছে পবিত্র কোরআনে।।
মরিবার জন্যই জন্মি মোরা
যদি হয় এটা চিরন্তন কথা,
তবে কাঁদো আজই রবের দরবারে
পাপ মোচনের আশায়।।
মরুভূমিতে হাড়ানো উট ফিরে পেয়ে মালিকের খুশি,
তার চেয়েও অধিক খুশি
তোমার রব তোমায় ফিরে পেয়ে।।
নিশ্চুপ হয়ে চলে যাবে যেদিন
মরুভূমির হাঁটা পথিক হয়ে
পশ্চাতে থেকে যাবে সেদিন
পায়ের ছাপ উপমেয় সৎ কর্মগুলি।।
হতে পারো তুমিও জান্নাতি,
আর কি চাই বলো,,,,সেদিনের সফল তুমি।।
আরো পড়ুন এবং লেখুনঃ- দৈনিক চিরকুটে সাহিত্য