সাবজেক্ট ম্যাপিং | কবি উম্মি হুরায়েরা বিলু

সাবজেক্ট ম্যাপিং
উম্মি হুরায়েরা বিলু

পরিক্ষা নিয়ে চিন্তা ভিষণ
থরথররিয়ে কাপি,
সারা দেশে বন্যা হলো
পানি কতটুকু মাপি।

দাবি সবাই করলো বসে
পরিক্ষাটা দেও পিছিয়ে,
শুনলো না তো কোনো কথা
বন্যায় নিক দেশ ভাসিয়ে।

ঝড় বৃষ্টি মাথায় নিয়ে
পরিক্ষা হলো শুরু,
মেঘলা আকাশ দেখলে পরে
বুক করে দুরুদুরু।

হঠাৎ করে কোটা নিয়ে
শুরু হলো আন্দোলন,
স্বৈরাচার মানলো না দাবি
কেড়ে নিলো জীবন।

রক্ত দেখে দেশ জনতা
উঠলো আবার ক্ষেপে,
স্বৈরাচারের গলা এবার
ধরলো সবাই চেপে।

জনতার ভয়ে দেশ ছেড়ে
তারা করলো পালায়ন।
স্বৈরাচারের পতন হলো
সফল আন্দোলন।

শুরু হলো নতুন করে
পরিক্ষার ঘোষণা,
আহতরা কাতরায় বেডে
শুরু হলো দোটানা।

মানসিক ভাবে সবাই
আমরা হলাম অসুস্থ,
শারীরিক ভাবে হয়নি
এখনো আহতরা সুস্থ।

এমন সময় পরিক্ষা হলে
কি হবে ভবিষ্যৎ,
চললো আবার নতুন করে
আন্দোলনের রথ।

পরিক্ষা নয় সাবজেক্ট ম্যাপিং
আমরা সবাই চাই,
আন্দোলনের পরে এসে
মানা হলো তাই।

আমরা এখন ভিষণ খুশি
সবাই হলাম সমান,
পরিক্ষা নিয়ে চাই না আমরা
আর কোনো আন্দোলন।

আরো পড়ুনঃ  কুরআনের পাখি | কবি উম্মি হুরায়েরা বিলু

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *