সিরিয়ার বিজয় | কবি- উম্মি হুরায়েরা বিলু Leave a Comment / কবিতা / By উম্মি হুরায়েরা বিলু সিরিয়ার বিজয় উম্মি হুরায়েরা বিলুজয়ের আনন্দে সিরিয়া মাতলো আজ, স্বৈরশাসনের পতন হলো মুসলিম করবে রাজ।এমন করে ধরার বুকে উড়বে বিজয় নিশান, হবেই হবে ধরার থেকে জুলুমের অবসান।কাশ্মীর ফিলিস্তিনে এবার আসবে বিজয়, জেগে ওঠো উম্মাহ আর করো না কো ভয়। Related Posts:কবিতা- বিজয় প্রহর | কবি- উম্মি হুরায়েরা বিলুএক হও মুমিন | কবি উম্মি হুরায়েরা বিলুবিজয়ের গান | উম্মি হুরায়েরা বিলুবিজয় দিবস নিয়ে কবিতা || বিজয়ের গান কলমে নাদিয়া রিফাতআরো পড়ুনঃ আমি দুঃখী কলমে নুর মোহাম্মদ