সেই আলো আজকের অনু – অপ্রত্যাশিত চিঠি ২০২০ সালে পরিচিত মানুষের কাছে

সেই আলো আজকের অনু

 

প্রিয় আমার বেলার আলো,

কতদিন হয়ে গেলো কথা হয় না, আর রোজ করে তোমাকে জানার ইচ্ছে হয় না। তোমার ফ্রেন্ড লিস্ট থেকেও টাইমলাইন চেক করা নাহ্, তোমার পোস্টের রিয়েক্ট করা মানুষ চেক করা নাহ্, করা হয় নাহ্ কমেন্ট বক্স গুলোকে চেক। তোমার ফ্রেন্ড লিস্টে থাকার জন্য নতুন কোন আইডি খোলা হয় নাহ্। হয় নাহ্, কোন আইডির নাম পরিবর্তন করে তোমাকে ফ্রেন্ড রিকুয়েষ্ট দেওয়া। আরো কত কিছু যে হয় নাহ্ 😄

 

ভাবতে পারো তোমাকে ভুলে গেছি। কিন্তু না মনে রবে চিরকাল এই স্মৃতিতে তুমি। তাছাড়া তোমার কারণে আমার সেই সন্তান রবে আমার মনে (সন্তান=বই অর্থে)। তোমার খুব বেশি ভুল খুঁজার চেষ্টা করতেছিলাম, যাতে তোমাকে ভুলে যাওয়া সহজ হয়ে যেতো। কিন্তু, কি জানি! তুমি আমাকে বেহায়া বলেছিলে, প্রতারক বলেছিলে। এগুলো শব্দ আজো তোমাকে মনে করিয়ে দেয়।

 

তোমাকে ভুলতে চেয়ে চেয়ে যেন খুব বেশি মনে করছি। তবে, তোমাকে ভুলে যেতে চাই “অন্য কারো ভেবে”

তোমাকে বলি, সত্যি সেই বেহায়া মানুষটি সেদিন খুব বেশি কষ্ট পেয়েছিলো তোমার বেহায়া বলাতে।



ভালো থেকো, সুখে থেকো, দূর থেকে চাইবো। তোমার জন্যে এই মনের দোযার খোলা যে রাখবো…তবু তোমারি থাকবো 😐

কষ্টের গানে বলি,

আমার বেলায় আলো ছিলে,
অন্য কারো অনু হয়ে।

ইতি
পাষাণ মানুষের প্রেমিক

 

নিয়মিত পড়ুন এবং লেখুন সাহিত্যের জন্য জনপ্রিয় প্লাটফর্ম চিরকুটে সাহিত্য

আরো পড়ুনঃ  প্রিয় মানুষের জন্য চিঠি - Priyo manusera jonya best chiti 2023

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *