ইমু চালাতে পারি না কেন / IMO ProblamC

সৌদি আরবে কিভাবে ইমু অ্যাপ ব্যবহার করবেন ২০২৪

সৌদি আরবে কিভাবে ইমু অ্যাপ ব্যবহার

 

সম্প্রতি সৌদি আরবে অনেকের ইমু অ্যাপ ব্যবহার করতে সমস্যা হচ্ছে। এটি মূলত সার্ভারের সমস্যা যার ফলে একাধিক/ মোটামুটি সবার একই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাটি আমরা সমাধানের জন্য আমরা যেগুলো পদক্ষেপ নিতে পারি সেগুলো নিয়ে আলোচনা করবো imo app নিয়ে দীর্ঘ দিন এই সমস্যা টি ছিলো বা মাঝে মাঝেই দেখা যায় ইমু অ্যাপের লগইন কিংবা কলে কথা বলার সময় সমস্যা দেখা যায়।

ইমু অ্যাপের অফিসিয়াল ওয়েবসাইট সহ বিভিন্ন জায়গা থেকে অনেক জানার চেষ্টা করে বোঝা গেলো। কিছু কিছু দেশ থেকে ইমু অ্যাপ টি ব্যান করে দেওয়া হচ্ছে। যার ফলে সেই দেশের লোকেশনে থেকে ইমু অ্যাপ ব্যাবহার করা যাচ্ছে না। আপনার ইমু অ্যাপ ব্যবহার না করতে পারলে আপনি লোকেশন পরিবর্তন করতে পারেন। অনেক ক্ষেত্রে লোকেশন পরিবর্তন করেও কোন প্রকার সুফল পাওয়া যায় না।

VPN দিয়ে লোকেশন পরিবর্তন

 

Google Play Store এ VPN লিখে সার্চ করলে অনেক গুলো VPN অ্যাপ পাবেন। যেগুলোর ডাউনলোড বেশি বা রিভিউ ভালো সেগুলো ডাউনলোড করে। আপনার কাঙ্ক্ষিত লোকেশন দিয়ে, VPN সেটাপ করুন। বিশেষ করে US country সিলেক্ট করবেন। এতে চালাতে অসুবিধা হবে না। VPN এ United States Country দেওয়ার পরে আপনি ইমু অ্যাপ টি নতুন করে ডাউনলোড করে ওপেন করবেন তাহলে চালাতে পাবেন আশা করা যায়।

 

ইমু বেটা /IMO Beta

 

IMO মেইন অ্যাপ মাধ্যমে কোন ভাবেই চালানো সম্ভব না হলে ইমু বেটা অ্যাপ টি Google Play Store থেকে অথবা Google থেকে নিবেন। নেওয়ার পরে আপনার একাউন্ট লগইন করে নিবেন। আপনি সুন্দরভাবে আগের মতো ইমু চালাতে পারবেন।

শেষ কথাঃ VPN এর যেমন ভালো দিক রয়েছে, তেমনি খারাপ দিক ও রয়েছে। সুতরাং VPN ব্যবহারে সর্তকতা অবলম্বন করবেন। বিশেষ করে জেনে রাখা ভালো, VPN ব্যবহারের ফলে আপনার একাউন্ট টি ব্যন হয়ে যেতে পারেন। সুতরাং সাবধান, আশা করি আমাদের এই আর্টিকেল টি কাজে দিবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *