স্বাধীনতার পঞ্চাশ পেরোলেও মোরা আজও স্বাধীন নও
কলমে মোহাম্মদ আবরারুল হক ইমদাদ
স্বাধীন মানে মুক্ত মনা, মুক্ত হওয়া অধিকার ফিরিয়ে আনার জয়,
সেই কিছুতো হচ্ছে না আজ শুনছি কেবল পরাধীনতার মহা প্রলয়।
স্বাধীনতার পঞ্চাশ পেরোলেও মোরা আজও স্বাধীন নও
মুরা স্বাধীন কেবল মুখের বুলিতে
সাচ্চা স্বাধীন, এ কোন সে জন কয়
স্বাধীন হয়ে পরাধীন রব এ কোন বিধানের লয়।
স্বাধীনতার পঞ্চাশ পেরোলেও মোরা আজও স্বাধীন নও
লক্ষ্যে মোদের ছিল অভিন্নতা, কল্যাণ ছিলনাতো কোন প্রণয়
স্বাধীন হয়ে শিকল বদ্ধ এ কেমন পাশবিকতার পরিচয়।
স্বাধীনতার পঞ্চাশ পেরোলেও মোরা আজও স্বাধীন নও
ভুয়া স্বাধীনতার বুলি আওড়িয়ে আর কদিনই বা যাবে,
সচ্চ, সফেদ স্বাধীনতা বল বন্ধু কবে ছিনিয়ে আনবে।
স্বাধীনতার পঞ্চাশ পেরোলেও মোরা আজও স্বাধীন নও