স্বাধীনতার প্রতীক কলমে মোঃ আরিফুজ্জামান সোহাগ আরিফ

কবি পরিচিতিঃ
কবি মোঃ আরিফুজ্জামান সোহাগ আরিফ। জন্মছেন, ১৬/০৮/২০০২ দিনাজপুর জেলার কাহারোল থানার অন্তর্গত দ্বীপনগর গ্ৰামে। তিনি এসএসসি পাস করেন ২০১৮ এবং এইসএসসি ২০২০ সালে। বর্তমানে তিনি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট তাজহাট রংপুর এর ৫ম সেমিস্টারে অধ্যয়নরত রয়েছেন। তাঁর বাবার নাম: মোঃ জিল্লুর রহমান। তিনি একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং মায়ের নাম: মোছাঃ আনজু আরা বেগম। তাঁর একটি কবিতা প্রকাশিত হয়েছে নব সাহিত্য প্রকাশনী কতৃক “কবি ও কবিতার” বই এ ‘দিনাজপুর’ কবিতাটি।

স্বাস্থ্য, সুরক্ষা ও পুষ্টি বিষয়ক বিভিন্ন তথ্য পেতে INLISO  পড়ুন

 

স্বাধীনতার প্রতীক
মোঃ আরিফুজ্জামান সোহাগ আরিফ

স্বার্থক মাগো স্বার্থক তুমি
স্বার্থক তোমার ছেলে,
স্বাধীনতার লাগি রক্ত দিল
তারা দলে দলে।
শেখ মুজিবের একটি ডাকে
উজ্জীবিত হয়ে,
অস্ত্র হাতে যুদ্ধ করে
দেশ স্বাধীন করে।
মনে কি পড়ে মাগো তোমার?
কাল’রাত্তির কথা!
গণহত্যায় মেতেছিল
পাক বাহিনীরা।
গ্ৰেফতার হয় সেদিন মাগো
বাংলার নেতা মুজিব,
ঘরে ঘরে গড়ে ওঠে
স্বাধীনতার প্রতীক।
ওরে,
বঙ্গবন্ধু না থাকিলে
পেতাম না এ দেশ,
অন্যায় আর শোষণে চলত
প্রিয় বাংলাদেশ!

 

নিয়মিত পড়ুন এবং লেখুনঃ- চিরকুটে সাহিত্য 

আরো পড়ুনঃ  অধ্যবসায়ের জয়গান কলমে রিহাম নুয়াইমা তুলি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *