স্বৈরাচার
উম্মি হুরায়েরা বিলু
আমার ভাইয়ের রক্ত কেন
ঝরছে অকাতরে।
রাস্তা ঘাটে কেন আজকে
আমরা ভাইয়েরা মরে।
ক্ষমতায় বসে এই প্রশ্নের
দিতেই হবে জবাব,
কথায় কথায় গুলি করা
স্বৈরাচারের স্বভাব।
লুটেপুটে দেশটা খেয়ে
বিবেক গেছে মরে,
স্বাধীন দেশে মরছে আজি
ভাইয়েরা অকাতরে।
এই প্রশ্নের জবাব দিতে
পারবে কি তুমি আজ,
না পারলে করছো কেন
ক্ষমতায় বসে রাজ।
আমার দেশের মানচিত্র
রক্তে হয়েছে লাল,
মানুষ হয়েও করলে কেন
এমন নিঠুর ছল।
আমার ভাইয়ের রক্তে
তুমি গড়েছ রক্ত নদী,
আজ নয় কাল তোমায়
ছাড়তেই হবে গদি।