স্মৃতির কোলাহল
মারজিয়া শাহনাজ জেসি
গভীর সমুদ্রের ঘন নীল রঙে
মোহমায়ায় আবদ্ধ হই প্রতি ক্ষনে ক্ষনে,
শুকনো ধুলিকনার মতো অনায়াসে, ভেসে আসে,
অনিন্দ্য সুন্দর অস্তিত্বহহীন স্মৃতিচিহ্ন।
আকাশ আমাকে মুগ্ধ করে
আকাশের পানে তাকিয়ে,
খুজে পাই পূর্নতার আসল স্বরূপ
যেভাবে তার সবটুকু নীল
ঢেলে দেয় নীল সাগরের বুকে
বিমুগ্ধ নয়নে চেয়ে থাকি তার পানে,
তবু একটু স্মৃতিচিহ্ন খুজে বেড়াই,
আমার লেখা সব কবিতায় আর গানে।
প্রস্ফুটিত ফুলের কাঙ্খিত প্রজাপতি
ঘুরে বেড়ায় স্মৃতির কোলাহল জুড়ে
কত শত কবিতারা অসম্পূর্ণই থেকে যায়,
মোহমায়াচ্ছন্ন হৃদয়ের অদৃশ্য প্রান্তর ঘীরে।