স্ত্রীর কাছে প্রবাসী স্বামীর চিঠি
হে আমার সহধর্মিণী,
আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। দোয়া করি ছেলে মেয়ে নিয়ে ভালো থাকো। আমি কিছু দিন পর, প্রবাস থেকে বাড়িতে আসতে পারি তোমাদের কার কি লাগবে, আমার চিঠি খানা পাওয়ার পর বিস্তারিত আমাকে জানাইও। তুমি আমার মা বাবার প্রতি সেবা যত্ন করিও। পৃথিবীতে আমার মা বাবার মত আপন জন কেউ হতে পারে না। আমার জন্য কোন চিন্তা করিও না, আল্লাহর রহমতে আমি ভালো আছি। ছেলে মেয়ের লেখা পড়ার প্রতি নজর রাখতে হবে, তাদের কে পারিবারিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিতে হবে। চিঠি পাওয়ার পর চিঠির উত্তর দিও। আল্লাহ হাফেজ —
ইতি
তোমার ভালোবাসা
প্রিয়তমার কাছে চিঠি
প্রিয়া কলিজা,
পত্রের শুরুতে আমার অর্ধ শুকিয়ে যাওয়া ভালবাসার প্রতিক লাল গুলাপের শুভেচ্ছা নিও। এই ভেবে মাথার চুল ছিড়ার দরকার নাই যে ফুলটা অর্ধ শুকাইলো কেমনে! আসলে সেই সকাল থেকে ফুলটা নিয়ে তোমায় পত্র লিখছি। বাই দ্যা ওয়ে তোমাকে আমি অন্নেক ভালবাসি। শাহজাহানের থেকেও বেশী! শাহজাহান মমতাজের জন্য আগ্রায় তাজমহল বানাইছে, কিন্তু বেটা বুঝবার পারে নাই ঐ তাজমহলের সামনে গিয়া একদিন মানুষ চাপা মাইরা অন্য মাইয়্যারে প্রপোজ করবো। আমি সেই সুযোগ কাউরেই দিমুনা। আমি আমার হৃদয়ে নিঝুমমহল বানাইমু। সেইটা তুমি ছাড়া আর কেউ দেখবো না। ব্যাটা এত্ত পয়সা খরচ কইরা একটা বাড়ি বানাইলো তাও ঘড় নাই। এমনকি ওখানে থাকার কোনমজায়গা ও নাই। জাস্ট দুইটা কবর ছাড়া। আরে বলতো কবর দিয়া কি করবো যদি দুনিয়ায়ই তোমার পাশে না থাকলাম? তাই আমি চিন্তা করছি আমার নিঝুমমহলে তিনটা ব্যাডরুম, একটা কিচেন, দুইটা টয়লেট একটায় হাইকমুড আর একটায় ফ্ল্যাট কমুড বসান, একটা বাথরুম, একটা ডায়নিং রুম, একটা সিটিন রুম থাকবে। সাথে একটি সুইমিংপুলও থাকবে। তিনটা ব্যাডরুমের একটাতে তুমি আমি, একটাতে আমাদের একটামাত্র রাজকুমার/রাজকন্যা আর একটাতে থাকবে আমাদের গ্যাস্ট। লেটস কাম টু দ্যা মেইন পয়েন্ট,ভালোবাসা, নরম তুলোর মত আবেগে মোড়ানো, ভাষায় প্রকাশ না করতে পারা স্পর্শকাতর এক তীব্র অনুভূতির নাম। রঙ, রূপ, গন্ধবিহীন এই তীব্র অনুভূতির এক অদ্ভুত ক্ষমতা আছে, আর সেটি অপরের প্রতি তীব্র আকর্ষণ। এই আকর্ষণের শক্তি এতটাই প্রবল যার টানে অপরকে পাশে পেতে মানুষ ছুটে যায় বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, জয় করে সকল প্রতিকূলতাকে, পরিশ্রান্ত ক্লান্ত মানুষ ব্যস্ততা, ক্লান্তি ভুলে তোমাকে বল্লাম “ভালোবাসি, ভালোবাসি।আর কথা নয় । দোয়া করি তুমি যেন ভাল থাক কারন তোমার ভাল থাকা না থাকায় আমার ভাল থাকা না থাকা লুকায়িত । দোয়া করবে যেন স্বাভাবিক ভাবে চলতে পারি তোমাকে স্মরণ করে ।
ইতি
তোমার মাহদী হাসান শাহিন