৩টি কাল বৈশাখী নিয়ে কবিতা

কাল বৈশাখী
মুহাম্মদ মুকুল মিয়া 

কাল বৈশাখী আসছে ক্ষেপে 
দমকা হাওয়ার শুরু,
আকাশ জুড়ে মেঘ করেছে 
ডাকছে গুরু গুরু।

শিলাবৃষ্টির দাপট বেশি 
ঝনঝনিয়ে পড়ে,
বজ্রপাতের ভয়ে সবে
যাচ্ছে ছুটে ঘরে।

দূরের মাঠে বাবা গেছে 
কখন কী যে হয়,
থমকে থমকে বাজ পড়ে
মনে লাগে ভয়।

দমকা হাওয়ার চোট লেগে আজ
আমের গুটি শেষ,
কাল বোশেখি আসছে নিয়ে 
ভয়াল পরিবেশ। 

কাল-বৈশাখী চাইনা মোরা
স্নিগ্ধ বৃষ্টি চাই,
হিমশীতল হাওয়া দিয়ে 
শরীরটা জুড়াই…।

 

কালবৈশাখী ঝড় উঠেছে
অঞ্জলি দেনন্দী, মম

কালবৈশাখী ঝড় উঠেছে ঐ।
আয় আয় আয় তোরা কই?
বাগানে ঝরে পড়ছে কাঁচা আম।
কুড়িয়ে আনি চল চল চল!
দুপুরে খাব, ইয়াম ইয়াম ইয়াম!
টক আম, নুন, চিনি, ঝাল মিশিয়ে খাব।
আহা ঝড়ের জন্যই যে পাবো।
এ জন্যই তো ঝড়ে বাগানে যাব।

 

বৈশাখ এলো এলোমেলো 
নবারুন কান্তি বড়ুয়া 

বৈশাখ এলো এলোমেলো 
কালবৈশাখী ঝড়,
হাওয়ার বেগে নড়ে ওঠে
টিনের চালা ঘর।

বৈশাখ এলো এলোমেলো 
আমার স্বপ্নগুলো,
হাওয়ায় দোলে আমের মুকুল 
মেঠোপথে ধুলো। 

বৈশাখ এলো এলোমেলো 
মেলায় ছুটে চলা,
মুখে হাসি মনে খুশি 
সুখের কথা বলা। 

বৈশাখ এলো এলোমেলো 
দুঃখের স্মৃতি থাক,
আগামীর ঐ দিনগুলো তাই
সুখে ভরে যাক।

আরো পড়ুনঃ  কবিতার চোখে জল কলমে মারজিয়া শাহনাহ জেসি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *