জলের কঙ্কাল কলমে রুহুল কাদের
জলের কঙ্কাল রুহুল কাদের তেজোদর্পী সূর্যও ঘুমায়, রাতের বাসরে মেঘের পাড়ায়। জ্বলজ্বলে নক্ষত্রের ধূমল রূপে অধিক আক্ষেপের কিছু নাই বলো জ্বলে কতোদিন মাটির নক্ষত্র মানুষের খ্যাতির পিদিম? ঘুম জাগরণের স্বপ্নপাঠ ঘুম ভাঙলে জীবনের চৌকাঠ… বিশ্রামের নাম বিনাশ কেনো দাও কিছু রণে হেরেছি ঠিক,পাল ছিঁড়ে কিছু পণও খসে গেছে সময়দরিয়ায়; যাবার কথা ছিল অমরাবতী;গন্তব্য ছুঁয়েছে শত্রু […]