শহর নিয়ে কবিতা | এই শহরে কলমে উমাইরা নাবিহা
এই শহরে উমাইরা নাবিহা মায়ার বাঁধন ছিন্ন করে অজস্র স্মৃতি পেছনে ছেড়ে, এক নতুন ভুবনে পা দিয়েই হারিয়ে যাওয়া ব্যস্ত শহরে! স্বপ্ন পানে ছুটছি অবিরাম নিত্যদিনই ঝরছে গায়ের ঘাম, রোজ বিহানে ঝাপিয়ে পড়া মাঠে চলছে ভালোই কঠিন জীবন সংগ্রাম। নেই তো সময় একটু জিরোবার পাই না তো আজ সুরভী হাসনাহেনার, মন মাতে না টগর-বেলীর গন্ধে […]