স্বাগত নববর্ষ তোমায়
স্বাগত নববর্ষ তোমায় অপূর্ব চক্রবর্তী বাংলা নববর্ষ ১৪৩১ এসো আজ, আবাহন করি স্বাগত হে নুতন তোমায়। পয়লা বৈশাখের হাত ধরে পায়ে পায়ে পা বাড়াও তুমি এক পা এক পা কোরে শৈশব থেকেকৈশোর হয়ে দুড়ন্ত যৌবনে। তারপর প্রাজ্ঞ আর প্রবীণ হবে তুমি ধীরে ধীরে বাড়বে বয়সের বোঝা সাথে দায়িত্ব অনেক। তোমার ওপরই যে বর্তাবে হে নুতন, […]