বিষাদের কবিতা
বিষাদ মোহাম্মাদ নাসিম হাওলাদার এত কেন মন খারাপ হয় আমার, তোমাকে না দেখতে পেয়ে, তোমার অনুপস্থিতিতে, মস্তিষ্কে ভয়াবহ চিন্তা ভীর করে, পৃথিবীর বুকে থাকা, অগোছালো চিন্তা, তুমি বিহীন পৃথিবীর সমস্ত ভালবাসা, তুচ্ছ মনে হয়, দিন হয়ে যায় খাটো, রাত হয়ে যায় গভীর, ঘুমাতে ঘুমাতে মধ্য দুপুর, কোলাহল মনে হয় বিরক্ত কর, নীরবতা কেবল মাত্র দুরাশা, […]