ফুলের সুভাস | কবি উম্মি হুরায়েরা বিলু
ফুলের সুভাস উম্মি হুরায়েরা বিলু জানালাটা খুলে বসে আছি দমকা হাওয়া বার বার ছুঁয়ে দিয়ে যায়, ঐ আরসের পানে তাকিয়ে কষ্ট গুলো ভাসিয়ে দেই, দীর্ঘশ্বাসের ভেলায়। না বলা হাজারো কথা চোখের তারায় আছে জমা, বার বার হৃদয় থেকে একটি সুর বেজে ওঠে হে আরসের মালিক, করে দিও ক্ষমা। তুমি তো অন্তর্যামী প্রভু জানো এই অধমের […]