আমি কবি নই!
আমি কবি নই! শামীম বি’ন রফিক আমি তো কবি নই—আমি ছন্দ প্রেমিক, শব্দে-শব্দ জুড়ে—ছন্দ গড়ি অনামিক! আমি কবি নই কবিগুরু! লিখিনি কোন কবিতা এখনো, করেছি কেবল শুরু! আমি কবি নই,নই স্রষ্টা কবিতার; দিবস-রজনী যে ফুল ফোঁটে, মন কাননের গহীন অরণ্যে_ তাই দিয়ে শুধু সাজাই ডালা,মালা গাঁথবার! শিকল ছিঁড়ে সীমার দেয়াল ডিঙিয়ে; পদ্যময় রাজ্যে হওয়ার অংশীদার! […]