ধর্ষণ | কবি উম্মি হুরায়েরা বিলু

ধর্ষণ উম্মি হুরায়েরা বিলু ধর্ষণ শুধু নারী হচ্ছে না হচ্ছে গোটা জাতি, কেমন করে ভুলছো পুরুষ নারী ঘরের বাতি। ধর্ষকদের সাজা হচ্ছে না আপসোসটা মেকি, ধর্ষিতাদের সাজা আমরা দর্শক হয়ে দেখি। ধর্ষিতা বাঁচে মুখ লুকিয়ে ধর্ষক আছে বেশ, আধুনিকতার নোংরামিতে দেশটা হচ্ছে শেষ।

ধর্ষণ | কবি উম্মি হুরায়েরা বিলু Read More »