নরখাদক কলমে আতিয়া মাহজাবিন
নরখাদক আতিয়া মাহজাবিন পাথর ছুঁড়ে মারে যারা রক্তাক্ত এক মানবজনে, তাদের চোখে আগুন জ্বলে, তৃষ্ণা শুধুই হিংস্র বনে। নৃত্য করে লাশের উপর— উল্লাসে ভরা হায়নার দল, আর চারপাশে থেমে দাঁড়ায় শত জনতা, নির্বাক, নিস্পল! তাদের চোখে বিস্ময় নেই, হৃদয়ে নেই ব্যথার রেখা, কারো ঠোঁটে প্রতিবাদ নেই, নেই যে কোনো লহুর শিখা ! আমি দেখি টিভি […]